গণযোগাযোগ ও আন্ত:ব্যক্তিক যোগাযোগের মাধ্যমে তথ্যসেবা প্রদান করে উন্নয়নমুখী জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণকে উদ্বুদ্ধ করা গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তথ্য অফিসের মূল দায়িত্ব। বিগত তিন বছরে জেলায় জনসচেতনতামূলক ৪৪৭ টি চলচ্চিত্র প্রদর্শনী, ৭৪ টি উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান, ৫৫ টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা, সড়কে ৫৬০ ইউনিট জনগুরুত্বপূর্ণ বার্তা/কথামালা প্রচার এবং আর্থসামাজিক ইস্যুতে ৬৪ টি আলোচনা সভা/মতবিনিময় সভা, মহিলা সমাবেশ ও শিশু মেলা/সমাবেশ সম্পাদন করা হয়েছে। যাতে সর্বমোট ৩,১০,৮৩০ সংখ্যক দর্শক সমাগম হয়েছে। এছাড়া, ৩৭৭ টি পিএই কভারেজ প্রদান এবং ১,৮২,৩৪৮ কপি পোস্টার/ লিফলেট/বুকলেট/ পুস্তিকা/সাময়িকী প্রচার করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস